দুই মাস পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে সামনে রেখে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার (১৭ আগস্ট) দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করে এ তথ্য।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সাউথ পিয়ংগান প্রদেশ থেকে পশ্চিম সাগরে নিক্ষেপ করা হয় দুটি ক্রুজ মিসাইল। তবে অস্ত্রের সক্ষমতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এ নিয়ে দুই মাস পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। তবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিবেশী উত্তর কোরিয়া ও ওয়াশিংটন।

প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে চরম বৈরীতা তৈরি হয়েছে উত্তর কোরিয়ার। দেশটি পড়েছে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার মুখেও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply