ক্রাইমিয়ার অস্ত্রাগারে হামলার ঘটনাকে ‘স্যাবোটাজ’ আখ্যা দিলো রাশিয়া

|

আলজাজিরা থেকে নেয়া ছবি।

ক্রাইমিয়ার সামরিক অস্ত্রাগারে হামলার ঘটনাকে ‘স্যাবোটাজ বা নাশকতা’ বলে আখ্যা দিলো রাশিয়া। মঙ্গলবার (১৬ আগস্ট) রুশ নিয়ন্ত্রিত অঞ্চলটিতে নতুনভাবে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

এর মাঝেই, ঝানকোই এলাকার সামরিক অস্ত্রাগারেও হয়েছে সিরিজ বিস্ফোরণ। তবে একে হামলা বলতে রাজি নয় মস্কো। মস্কো বলছে, মজুদকৃত বারুদে আগুন লাগার কারণেই এ অঘটন। বিস্ফোরণে অস্ত্রাগারটি ছাড়াও একটি বৈদ্যুতিক কেন্দ্র ও একটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র মাইখাইলো পোডোলিয়াকের বক্তব্য, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এর সাথে দুর্ঘটনার কোনো যোগসূত্র নেই। রাশিয়াকে নিরস্ত্রীকরণ করাই মূল উদ্দেশ্য। সাম্প্রতিক এ ঘটনাগুলোর সাথে কোনোভাবেই ইউক্রেন জড়িত নয় বলেও জানান তিনি।

গেলো সপ্তাহেই, ক্রাইমিয়ার স্যাকি বিমানঘাঁটিতে সিরিজ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ৮টি যুদ্ধযান। ক্ষতিগ্রস্ত হয় ৫৬টি ঘরবাড়ি-স্থাপনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply