৮০০ মিটার দৈর্ঘ্যের চলন্ত সিঁড়ি!

|

এস্কেলেটর বা চলন্ত সিঁড়ি, শুধুমাত্র বড় বড় শপিংমলে এর দেখা মেলে তা নয়, উন্নত দেশগুলোতে রাস্তা পারাপারের ফুটওভারব্রিজেও দেখা যায় এর ব্যবহার। পথচারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দে চলাচলের সুবিধা দিতেই এ ব্যবস্থা।

বিশ্বের দীর্ঘতম চলন্ত সিঁড়ি ব্যবস্থা অবস্থিত চীনের হংকংয়ে। এটির দৈর্ঘ্য মাত্র ৮০০ মিটার! পথচারীদের ওঠা-নামার জন্য রয়েছে এতে রয়েছে ১৮টি সিঁড়ি পথ। ১৯৯৩ সালে উন্মুক্ত করা বিলাসবহুল এই চলন্ত সিঁড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

পথচারীদের জন্য এই চলন্ত সিঁড়ি পথে রয়েছে নানা ধরনের ব্যবস্থা

প্রতিদিন গড়ে ৭৮ হাজার মানুষ এই সিঁড়ি পথে যাতায়াত করে। পথচারীদের জন্য সিঁড়ি পথগুলোর প্রায় প্রতিটি স্টপেজেই রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ ও বার। এছাড়া দিক নির্দেশনার জন্য দেয়া আছে রোডম্যাপ। যা দেখে পথচারীররা সহজেই গন্তব্যে যেতে পারবেন। বৃষ্টি থেকে তাদের  রক্ষা করতে এতে আছে বিশেষ ছাউনি ব্যবস্থা।

চলন্ত সিঁড়ির এতোসব সুযোগ-সুবিধা সম্পর্কে এর নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে, এ ব্যবস্থা কোনো পর্যটক টানতে নয় বরং পথচারীদের সুবিধার্থেই চালু করা হয়েছে।

যমুনা অনলাইন: এমএম/টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply