রিজার্ভ কমে আসায় সরকার জ্বালানির দাম বৃদ্ধি করেছে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

রিজার্ভ কমে আসার কারণে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতির দায় চাপিয়ে দেয়া হয়েছে সাধারণ মানুষের ওপর।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিত্যপণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, জ্বালানির দাম বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে। দেশের মানুষ ঠিক মতো খাবার পাচ্ছে না; অভাবের তাড়নায় নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আর সরকার এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা দিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে। ক্ষমতাসীনদের দুর্নীতির দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষ ঠিকভাবে খেতে পারছে না। ১২ হাজার টাকার অভাবে মা সন্তানকে বিক্রি করতে চাইছে। ৭৪’র দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিয়েছে। আর সবই হচ্ছে সরকারি দুর্নীতি-অপশাসনের কারণে। কারণ, এক শ্রেণির ব্যবসায়ীরাই মূলত সরকার চালাচ্ছে।

আরও পড়ুন: ট্রাকসেলের মাধ্যমে আর টিসিবি পণ্য বিক্রি হবে না: বাণিজ্যমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply