চট্টগ্রামে নৌঘাঁটিতে বোমা হামলায় ৫ জেএমবি সদস্যের মৃত্যদণ্ড

|

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলা মামলায় ৫ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আব্দুল হালিমের আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান ও আবদুল গাফফার কারাগারে থাকলেও পলাতক রয়েছেন সাখাওয়াত। চলতি বছরের ২৩ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পরে ১০ মিনিটের ব্যবধানে ঈশা খাঁ ঘাঁটির ভেতর দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে সামরিক-বেসামরিক মিলিয়ে মোট ২৪ জন আহত হন। এ ঘটনায় ন্যাভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে নগরীর ইপিজেড থানায় মামলা করেন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply