গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপ থেকে ৩৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ছবি: সংগৃহীত

তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নির্জন ছোট একটি দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালায় গ্রিস কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এপির।

গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, অভিবাসনপ্রত্যাশীদের দলটিতে এক গর্ভবতীসহ ৯ নারী ও ৮ শিশু রয়েছে। উদ্ধারের পর দলটির সবাই সুস্থ আছেন। পূর্ব সতর্কতা হিসেবে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদীসংলগ্ন এলাকায় রয়েছেন। তারা সবাই সিরিয়ার নাগরিক। দলটিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান গ্রিক অভিবাসনমন্ত্রী। নিয়মানুসারে দাফন সারতে রেড ক্রিসেন্টকে দায়িত্ব দেয়া হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুসারে, চলতি বছরের প্রথম ৬ মাসেই গ্রিসে অনুপ্রবেশ ঘটিয়েছেন ২৩২ সিরীয় নাগরিক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply