বাংলাদেশ এই অঞ্চলের অন্য কোনো দেশের মতো সঙ্কটে নেই: আইএমএফ

|

বাংলাদেশ এই অঞ্চলের অন্য কোনো দেশের মতো সঙ্কটে নেই বলে মনে করে ঋণদাতা সংস্থা আইএমএফ। সংস্থাটির মতে, বৈদেশিক মুদ্রার সরবরাহ কমায় বৈদেশিক বাণিজ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিলো, তা অনেকটাই সামাল দেয়াও সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটা জানান আইএমএফ এশিয়া প্যাসিফিক অঞ্চল ও বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনান্দ।

এ সময় আইএমএফের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে যে ঋণ প্রস্তাব দেয়া হয়েছে তা দিতে এরইমধ্যে সম্মত হয়েছে সংস্থাটি। তবে, ঋণের অর্থ কতো কিংবা ঋণ পরিশোধে শর্ত কী রকম হতে পারে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। একই সাথে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে আইএমএফের কোনো শর্তের সর্ম্পক নেই বলেও জানিয়েছে এ সংস্থা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply