সহকর্মী খুনের মামলায় ২৭ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

|

২৭ বছর আগে সহকর্মী বিল্লাল হোসেন বিলুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল আজিজকে নরসিংদীর শিবচর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র‍্যাব।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর দুপুরে ন্যাশনাল জুট মিলের কর্মচারী বিল্লাল হোসনকে কুপিয়ে জখম করে হত্যা করে তার সহকর্মী আব্দুল আজিজ। এ ঘটনায় ১৩ জন আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেয় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে।

আরও পড়ুন: এএসপি মহরমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করলে গণ আন্দোলন অব্যাহত থাকবে: এমপি শম্ভু

মামলার অন্যতম মূল আসামি আবদুল আজিজ লাউ চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply