হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দু’জনের মৃত্যু

|

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পানিতে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৫ ঘণ্টা চেষ্টার পর মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে আব্দুল মতিন (৪৮) এবং লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সহদেব দাসের ছেলে সঞ্চয় দাস। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার পিযুষ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সোমবার রাত ৮টার দিকে একটি বিয়ের নৌকা ওইদিক দিয়ে যাওয়ার সময় সঞ্জয় দাস নামে এক ব্যক্তি তারে জড়িয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। মঙ্গলবার ভোরে আরেকটি নৌকা একই স্থান অতিক্রম করার সময় আব্দুল মতিন নামে আরেক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে অন্তত ৫ ঘণ্টা চেষ্টার পর দু’জনের মরদেহ উদ্ধার করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply