চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, নিহতদের শনাক্ত করেছে পরিবার

|

চকবাজারে অগ্নিকাণ্ড।

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ৬ জনকে শনাক্ত করেছে তাদের পরিবার। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চকবাজার থানায় মামলা করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ভবনের মালিককে গ্রেফতারে অভিযান চলছে। নিহতদের মধ্যে আছেন বরিশালের মোতালেব ও বিল্লাল, মাদারীপুরের রুবেল, কুমিল্লার শরিফ, সিলেটের স্বপন সরকার এবং শরীয়তপুরের ওসমান।

নিহতের স্বজনরা রাজধানীর মিটফোর্ড হাসপাতালে অপেক্ষা করছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ। স্বজনরা জানান, নিহতরা সবাই ওই হোটেলে কাজ করতেন। মঙ্গলবার ভোররাত পর্যন্ত কাজ করে সিলিংয়ে ঘুমাচ্ছিলেন তারা। দুপুর ১২ টার দিকে হোটেল থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। এ সময় তারা আর বেরিয়ে আসতে পারেননি। ভবনে থাকা প্লাস্টিক ও পলিথিনের কারাখানার ভয়াবহতা বাড়িয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। পরে তাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply