টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

|

টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে, বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে বাধা প্রদান করে পুলিশ।

আজ রোববার দুপুরে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ, পরে পুলিশি বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ ডাঃ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ও মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশে এই সরকারের সময় শেষের পথে, অসহায় জনগন আজ মুক্তি চায়।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী’র বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপহাসে পরিনত হয়েছে, বাজেট দেয়া হচ্ছে গরীবমারা ও নির্বাচন মুখী, আজ শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম জিয়ার জামিন নিয়ে তালবাহানা করছে, পাশাপাশি নেত্রী প্রচণ্ড অসুস্থ হওয়ার পরও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বেগম জিয়ার মুক্তি ও বেসরকারি হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply