নিজস্ব স্পেস স্টেশনের নকশা প্রকাশ করলো রাশিয়া

|

নিজস্ব স্পেস স্টেশন তৈরিতে আরও এক ধাপ এগুলো রাশিয়া। সোমবার (১৫ আগস্ট) প্রথমবারের মতো দেশটি প্রকাশ করেছে মহাকাশ স্টেশনের নকশা। মস্কোর সামরিক প্রদর্শনীতে রুশ স্পেস এজেন্সি রোজকসমস তুলে ধরে প্রকল্পের বিস্তারিত।

সংস্থাটির প্রধান ইউরি বোরিসভ জানান, ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস ছেড়ে যাবে মস্কো। তারা নতুন ও একক অরবিটাল স্টেশন তৈরি করবে। তবে কবে নাগাদ চালু হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্র-রাশিয়ার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে আইএসএস। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের সাথে উত্তেজনা বাড়ায় যৌথ প্রকল্প থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় মস্কো। কানাডা, জাপান ও আরও ১১টি দেশও এই প্রকল্পের অংশ। অবশ্য মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply