একটু এদিক-সেদিক হলেই হয়তো উত্তরার মতো আরেকটি দুর্ঘটনার সাক্ষী হতো ঢাকা

|

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের পাশের রাস্তায় নির্মাণাধীন ভবনে ক্রেন দিয়ে নির্মাণ সামগ্রী তোলার সময় রড পড়ে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে তাদের।

সোমবার (১৫ আগস্ট) রাত, ঘড়ির কাটায় আটটা বেজে চল্লিশ মিনিট। ঠিক তখনই গুলিস্তানে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে রাস্তায়। এতে পথচারী ও কয়েকজন দিনমজুর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সময় হঠাৎই আশপাশের লোকজন রড পড়েছে বলে চিৎকার করতে থাকে। সেই আওয়াজ শুনে বাকিরা জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকেন। আহতরা বলেন, পুরো ঘটনাটিই আকস্মিক। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তারা। তবে দুজনের অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

ভবনের নিচেই দড়ি ছিঁড়ে পড়ে যাওয়া রডগুলো রাখা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটু এদিক-সেদিক হলে হয়তো উত্তরার মতো আরও একটি বড় দুর্ঘটনার সাক্ষী হতো ঢাকাবাসী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply