মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি বলেছেন রাখাইন প্রদেশে সৃষ্ট সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে যে সব সমালোচনা হচ্ছে তা খতিয়ে দেখা হবে। নিকি এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকটের কারণে বিশ্বজুড়ে নিন্দিত এই নেত্রী বলেন, যে শক্তি এই ৪ লাখ ১০ হাজার রাষ্ট্রহীন মুসলমানদের দেশত্যাগে বাধ্য করেছে তিনি সেটা খুঁজে বের করবেন।
যেকোনো সময় কিছু শরণার্থী ফেরাতে প্রস্তুত সু চি সরকার!
আন্তর্জাতিক |
সম্পর্কিত আরও পড়ুন
সু চির সাথে আলোচনার কথা ভাবছে সামরিক জান্তা
লেবাননে অর্থনৈতিক মন্দায় সন্তান চাননি স্বামী, কথা না শোনায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা
Leave a reply