কক্সবাজারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

|

কক্সবাজার প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে কক্সবাজারে গিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তিনি প্রথমে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশনে কর্মরত সংস্থার লোকজন ও রোহিঙ্গা কমিউনিটির সাথে কথা বলবেন।

এর আগে গত ১৪ আগস্ট সকালে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফর বলে এক বার্তায় জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply