দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কেশব মহারাজ। ক্রিকেটের তিন সংস্করণেই ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার পেলেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- এই তিন ফরম্যাটে ২০২১-২২ সালে ৭১ উইকেট দখল করেন মহারাজ। এর মধ্যে রয়েছে উইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক এবং বাংলাদেশের বিপক্ষে পরপর দুই টেস্টে ৭ উইকেট শিকারের কৃতিত্ব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কেশব মহারাজের ব্যাট থেকে আসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার কাগিসো রাবাদা। এছাড়া বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন এইডেন মার্করাম। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইয়ানেমান মালান। আর সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন বাঁহাতি পেসার মার্কো জ্যানসেন।

আরও পড়ুন: ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননায় ভূষিত বাবর আজম

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply