প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত কুকুর

|

ছবি: সংগৃহীত।

ফ্রান্সে এক সমকামী যুগলের পোষা কুকুরের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর আগে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন ওই যুগল। এই প্রথম মানুষের মাধ্যমে কোনো পশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর ডেইলি মেইলের।

এনিয়ে ওই সমকামী যুগল বলেন, তাদের ইটালিয়ান গ্রেহাউন্ড জাতের একটি পোষা কুকুর আছে। কুকুরটি তাদের সাথে একই বিছানাতে থাকে। সম্প্রতি তারা ওই কুকুরের পেটের কাছে ফুসকুড়ি জাতীয় কিছু লক্ষ্য করেন। পরে পিসিআর পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে, ওই কুকুর মাঙ্কিপক্সে আক্রান্ত।

গত জুনে মাঙ্কিপক্সে আক্রান্ত হন ওই সমকামী যুগল। তাদের সারা শরীর ফুসকুড়িতে ভরে যায়। এর ১২ দিন পর থেকেই তাদের কুকুরের শরীরেও মাঙ্কিপক্সের বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে থাকে। তবে তাদের কুকুরের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা যথাসম্ভব সাবধানতা অবলম্বন করছেন বলে জানিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের নিজেদের পোষা প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply