বাংলাদেশের পর ভারতকেও হারাবে জিম্বাবুয়ে, কাইয়ার হুঙ্কার

|

ছবি: সংগৃহীত

ভারতকে ২-১ ব্যবধানে হারানোর হুঙ্কার দিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার ইনোসেন্ট কাইয়া। আগ্রাসী ক্রিকেটে লোকেশ রাহুলের দলকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন এই ব্যাটার। তিনি বলেছেন, নতুন কোচের অধীনে পাল্টে গেছে দল। ঘরের মাঠে বাংলাদেশের পর এবার ভারত বধের মিশনে জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর ওয়ানডেতেও সফল জিম্বাবুয়ে। ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে জিতেছে ৫০ ওভারের সিরিজ। দারুণ এক সেঞ্চুরিতে প্রথম ম্যাচে তিনশোর বেশি রান তাড়া করে স্বাগতিকদের জয় এনে দেন ইনোসেন্ট কাইয়া। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যদিও একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দেশটির বোর্ড। তবে লক্ষ্যে পরিবর্তন আনেননি ইনোসেন্ট কাইয়া। সিরিজ জয়ের হুঁশিয়ারি এই অলরাউন্ডারের কণ্ঠে। ইনোসেন্ট কাইয়া বলেন, আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতবো। ভারতকে হারাতে পারবো বলেই মনে হচ্ছে। আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। একাধিক শতক করতে চাই। সিরিজ নিয়ে আমার লক্ষ্য ঠিক করে নিয়েছি।

ভারতের বিপক্ষে অবশ্য অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয় জিম্বাবুয়ের। ২৯ ওয়ানডেতে মাত্র ৫টিতে জয় পেয়েছে দলটি। ঘরের মাঠে সবশেষ তিন সিরিজেই হেরেছে জিম্বাবুয়ে। তারপরও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। ইনোসেন্ট কাইয়া বলেন, এটা শুধু ভালো বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করার বিষয় নয়। এটা মানসিকতার ব্যাপার। কোচ সবসময় ইতিবাচক খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি। শট খেলতে একটুও ভয় পাই না। মানসিকতার পরিবর্তন আমাদের খেলার ধরন বদলে দিয়েছে। তাই জয় পাওয়া খুব কঠিন বিষয় নয়।

আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। এরপর ২০ ও ২২ আগস্ট হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।

আরও পড়ুন: পাকিস্তানকে কীভাবে হারাতে পারে ভারত, পথ বাতলে দিলেন বাবরদের পূর্বসূরী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply