চারটি ট্রেনের যাত্রা বাতিল, দুর্ভোগে যাত্রীরা

|

ফাইল ছবি।

চারটি ট্রেনের যাত্রা বাতিল করায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গাজীপুরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, কুড়িগ্রাম ও সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীদের স্টেশন থেকে টিকিট দিয়ে টাকা ফেরত নেয়ার জন্য বলা হয়েছে। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, গতকাল রোববার গাজীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সব ট্রেন বিলম্বে ঢাকায় এসেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলো আসতে বেশি দেরি হওয়ায় কয়েকটির যাত্রা বাতিল করতে হয়। তবে বিকাল ৩টার মধ্যে সব ট্রেনের সিডিউল স্বাভাবিক হবে আশা করছেন এ স্টেশন ম্যানেজার।

ট্রেনের যাত্রা বাতিল হলেও বিকল্প ট্রেনে ঘরে ফিরতে প্লাটফর্মে অপেক্ষা করছেন শত শত মানুষ। ১০-১২ ঘণ্টাও অপেক্ষা করছেন কেউ কেউ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply