মন্দির ও চার্চে বিশেষ প্রার্থনায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের স্মরণ

|

১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা সভায় ১৯৭৫ সালে ঘাতকের আঘাতে নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়।

এর আগে সকাল ৮টায় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যার শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply