ফোন ধরে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম’; স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রে নতুন ঘোষণা

|

মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। ছবি: সংগৃহীত।

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস আজ রোববার (১৫ আগস্ট)। বিশেষ এই দিন উপলক্ষ্যে একটি নতুন নির্দেশনা জারি হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে ফোন ধরে প্রথমে ‘হ্যালো’র বদেল ‘বন্দে মাতরম’ বলতে হবে। রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকেই এ নির্দেশনা পালন করবেন। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। তিনি বলেন, হ্যালো একটি ইংরেজি শব্দ। এর ব্যবহার পরিত্যাগ করা প্রয়োজন। ‘বন্দে মাতরম’ শুধুমাত্র কোনো শব্দযুগল নয়, প্রত্যেক ভারতীয় এর আবেগ অনুভব করেন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৭৬তম বছরে পা রাখতে চলেছি আমরা। দেশজুড়ে স্বাধীনতার মহোৎসব পালন করছি। তাই আমি চাই হ্যালোর বদলে সকলে ফোন ধরে বন্দে মাতরম বলুন।

প্রসঙ্গত, রোববারই নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তার সরকারে সংস্কৃতি দফতর ও বন অধিদফতরের দায়িত্ব দেয়া হয়েছে সুধীরকে। নতুন মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরই নতুন এ ঘোষণা দিলেন সুধীর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply