ব্রুকস-কিংয়ের অর্ধশতকে কিউইদের বিপক্ষে উইন্ডিজের ৮ উইকেটে জয়

|

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেয়া ১৪৬ রানের টার্গেটে শামার ব্রুকস ও ব্রেন্ডন কিংয়ের অর্ধশতকে ৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। জয় পেলেও সফরকারীদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে উইন্ডিজ।

কিংস্টনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় নিউজিল্যান্ড। তবে ৫৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হোঁচট খায় কিউইরা। চতুর্থ উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের জুটি থেকে আসে ৪৭ রান। এরপর ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারও ধসে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪১ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। ওডেন স্মিথ নেন সর্বোচ্চ ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শামার ব্রুকসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে ১৩ ওভারেই আসে ১০২ রান। দুই ওপেনারই পান অর্ধশতকের দেখা। শেষদিকে রোভম্যান পাওয়েলের ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত হয় উইন্ডিজের। এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন মার্টিন গাপটিল।

আরও পড়ুন: পাকিস্তানকে কীভাবে হারাতে পারে ভারত, পথ বাতলে দিলেন বাবরদের পূর্বসূরী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply