আলমেরিয়াকে হারিয়ে শুরু রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। সাত বছর পর লিগে খেলতে আসা আলমেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। পুরো ম্যাচ জুড়ে আলমেরিয়ার গোলরক্ষক মার্টিনেজ দেয়াল হয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বেনজেমা-ভাস্কেজরা।

স্বাগতিকদের মাঠে নিজেদের হারিয়ে খুঁজছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই গ্যালাক্টিকোদের জালে বল জড়িয়ে দেয় আলমেরিয়া। খেলার ৬ মিনিটেই সফরকারীদের স্তব্ধ করে দেন রামাজানি। ডান পায়ের নিচু শটে দলকে ১-০’তে এগিয়ে নেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। ম্যাচে ফিরতে এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে সব আক্রমণ ঠেকিয়ে দিয়ে আলমেরিয়াকে এগিয়ে রাখলেন গোলরক্ষক ফার্নান্দো মার্টিনেজ। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

খেলায় ফিরতে মরিয়া রিয়ালের সামনে দ্বিতীয়ার্ধেও বাঁধা হয়ে থাকলেন মার্টিনেজ। তবে ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান লুকাস ভাস্কেজ। করিম বেনজেমার পাশে বাঁ পায়ের জোড়ালো শটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান তিনি। আর ৭৫ মিনিটে বদলি হিসেবে নামা ডেভিড আলাবার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের।

আরও পড়ুন: সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণকে বাঁচাতে মেসির কাছে পরিবারের চিঠি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply