দীর্ঘ তাপদাহের পর বৃষ্টিপাত, দিনাজপুরে আমন রোপণে ধুম

|

দীর্ঘ তাপদাহের পর বৃষ্টিপাত হওয়ায় দিনাজপুর অঞ্চলে আমন চারা রোপণে ধুম পড়েছে। কৃষকরা সকাল হলেই বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন। তবে হঠাৎ করেই ডিজেল ও ইউরিয়া সারের দাম বৃদ্ধি করায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা বলছেন কৃষকরা। কাটারী ও চিনিগুড়া ধান লেট ভ্যারাইটি হওয়ায় এবার সুগন্ধি ধান আবাদে ঝুঁকছেন অনেকে।

টানা অনাবৃষ্টি আর তাপদাহে দিনাজপুর অঞ্চলে আমন আবাদ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ায় সেই অনিশ্চিয়তা কেটেছে। যদিও আমন চারা রোপণে অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টির পর ব্যস্ততা বেড়েছে কৃষকের। প্রচণ্ড তাপদাহের কারণে আগে রোপণকৃত চারা নষ্ট হয়ে গেছে। তাই পুনরায় চারা রোপণ করতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ।

হঠাৎ করেই বেড়েছে সার ও ডিজেলের দাম। ইউরিয়ার দাম প্রতি কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দিনাজপুর কৃষি সম্পসারণ অধিদফতরের ডিডি মাহবুব রশিদ বলছেন, দেরিতে রোপণযোগ্য কাটারীভোগ ও চিনিগুড়া আবাদ ভালো হবে। এবার অনেকেই সুগন্ধি ধান আবাদে ঝুঁকে পড়ছেন বলেও জানান তিনি।

এদিকে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply