১১ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

|

১১ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে গাজীপুরের ধীরাশ্রম স্টেশন থেকে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল চলাচল।

রোববার রাত সোয়া নয়টার দিকে স্টেশনের আউটার সিগন্যালে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশন ছাড়ার সময় ৪টি বগি লাইচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। আহত হন ২০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে ৮ জনকে পাঠানো হয় হাসপাতালে। পরে যাত্রীদের অনেকেই বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply