রসবোধ অক্ষুণ্ন রয়েছে সালমান রুশদির

|

শারীরিক অবস্থা গুরুতর হলেও স্বভাবসিদ্ধ উচ্ছ্বলতা এবং সাহিত্যিক রসবোধ অক্ষুণ্ন রয়েছে সালমান রুশদির। রোববার (১৪ আগস্ট) টুইটবার্তায় এমনটা জানান সাহিত্যিকের ছেলে জাফর রুশদি।

জাফর রুশদির টুইটবার্তায় বলা হয়, বাবার ভেন্টিলেশন সিস্টেম খুলে দেয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। তিনি ধীরে-ধীরে কথা বলা শুরু করেছেন। তবে শরীরের ক্ষত সারতে সময় প্রয়োজন। বর্তমানে জন ই ব্রাইটন হাসপাতালে চলছে তার চিকিৎসা।

গত ১২ আগস্ট নিইউয়র্কের একটি সাহিত্য বিষয়ক ইন্সস্টিটিউটে বক্তব্য রাখার সময় তার ওপর হামলা চালানো হয়। অন্তত ১০ দফা করা হয় ছুরিকাঘাত। চিকিৎসকদের আশঙ্কা, হামলার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, খোয়াতে পারেন একটি চোখও।

এদিকে, পুলিশের রিমান্ডে রয়েছে ২৪ বছরের হামলাকারী হাদি মাতা। তবে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে লেবানিজ বংশোদ্ভুত এই মার্কিনি। ১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভাসের্স উপন্যাসের জন্য সমালোচিত সালমান রুশদি। তিন দশকের বেশি সময় ধরে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply