আন্তঃব্যাংক ডলার মার্কেট কার্যকরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

|

ফাইল ছবি

বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা কমাতে রফতানির অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আন্তঃব্যাংক ডলার মার্কেট কার্যকর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ আগস্ট) বিকেলে ডলার বাজার স্থিতিশীল করতে করণীয় নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনার বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রাবাজার দ্রুত স্থিতিশীল হয়ে আসবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা কাটাতে এদিন বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাজার স্বাভাবিক করতে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ব্যাংক ডলার নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, আমদানি-রফতানিতে ডলারের অস্বাভাবিক পার্থক্যের বিষয়টি ক্ষতিয়ে দেখার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজার স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে ব্যাংকাররাও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply