সংক্ষিপ্ত তালিকায় মেসির না থাকার কারণ হিসেবে যা বলেছেন ব্যালন ডি’অর কর্তা

|

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরে নতুন মানদণ্ড নির্ধারণ করায় ট্রফির লড়াইয়ে ৩০ জনের তালিকায় নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের উপ-প্রধান সম্পাদক এমানুয়েল বোয়ান।

ব্যালন ডি’অরের নতুন নিয়মে পুরো বছর বিবেচনার বিষয়টি আর নেই। সংশোধিত নিয়ম অনুযায়ী সেরা খেলোয়াড় নির্বাচনে সবার আগে দেখা হবে ব্যক্তিগত পারফরম্যান্স। এরপর আসবে দলগত পারফরম্যান্স। নতুন মডেলে পুরো বছরের পরিবর্তে বিবেচনা করা হয়েছে একটি মৌসুম।

গত মৌসুমে পিএসজির হয়ে নিজেকে রাঙাতে পারেননি মেসি। আর সে কারণেই তালিকায় জায়গা হয়নি ২০২১ সালের কোপা জয়ী এই তারকার।

যদিও ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফিটি অর্জন করেছেন মেসি। মোট সাতবার এই পুরস্কার জিতেছেন তিনি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ট্রফিটি নিজের করে নেন মেসি।

আরও পড়ুন: পাকিস্তানকে কীভাবে হারাতে পারে ভারত, পথ বাতলে দিলেন বাবরদের উত্তরসূরী

এদিকে মেসি এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় না থাকলেও আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ৫ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

সূত্র: ইউরোস্পোর্ট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply