পাকিস্তানকে কীভাবে হারাতে পারে ভারত, পথ বাতলে দিলেন বাবরদের পূর্বসূরী

|

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সম্ভাবনা আছে তিনবার মুখোমুখি হওয়ার। কিন্তু গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাথে হতাশাজনকভাবে হারতে হয়েছিল ভারতকে। তাই, ভারতকে জয়ের বেশ কিছু টনিক দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।

কানেরিয়ার এই টনিকের মধ্যে শাহীন আফ্রিদির নতুন বল সামলানো অন্যতম। কারণ, শাহিনের বলেই সেই ম্যাচে বিধ্বস্ত হয়েছিলো ভারতের টপ অর্ডার।

কানেরিয়ার মতে, শাহিন আফ্রিদিকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ, রোহিত শর্মা এবং ভিরাট কোহলিরা বিশ্বমানের ব্যাটার। তাদের শুধু সচেতন থাকতে হবে। শাহিন ফুলার লেন্থে বল করতে পারে। তাই তাদের এর জন্য প্রস্তুতি নেয়া উচিত।

শাহীন শাহ আফ্রিদির বিরুদ্ধে ভারতের তুরুপের তাস কে হতে পারে তা-ও বলে দিয়েছেন দানিশ। বলেছেন, স্কয়ার লেগে সূর্যকুমার যাদবের ফ্লিক শট শাহিনের বোলিংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচেই ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। তাইতো এবারের এশিয়া কাপের সূচনা অনান্যবারের চেয়ে বেশি উত্তাপ ছড়াবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply