কৃষি পণ্যের দাম বাড়বে: ড. আব্দুর রাজ্জাক

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারের ওপর প্রভাব পরবে না। তবে কৃষি পণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলে বাংলাদেশে তেলের দাম কমানো হবে। তিনি আরও বলেন, কৃষি উৎপাদনে জ্বালানি তেল ও সারের গুরুত্ব বেশি। বীজ, ফসল পরিবহনে জ্বালানি তেলের প্রভাব পড়েছে। এতে উৎপাদন খরচ বাড়বে বলেও জানান তিনি। দেশে সারের সংকট নেই বরং গত বছরের চেয়ে প্রয়োজনীয় ৫ ধরনের বেশি সার মজুদ আছে।

কেউ যদি সারের দাম বেশি রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জানান, যুক্তরাষ্ট্র সারসহ ১০টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে খাদ্যপণ্যের দাম সামনে কমবে বলে আশাবাদী সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply