লন্ডন ডার্বিতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেলসি-টটেনহ্যাম

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেলসি-টটেনহ্যাম। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ উইকে এই লন্ডন ডার্বিকেই ধরা হচ্ছে সবচেয়ে বড় দ্বৈরথ।

স্ট্যামফোর্ড ব্রিজের এই লড়াইয়ে অতীত পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছে স্বাগতিক চেলসি। অতীতের ১৬৩ দেখায় চেলসির জয় ৭৭টি আর টটেনহ্যাম জিতেছে ৫৫ ম্যাচ। দুই দলই গত মৌসুম শেষ করেছিল সেরা চারে থেকে। আর এবার লিগ শিরোপার জন্য লড়বে লন্ডনের এই দুই ক্লাব।

ছবি: সংগৃহীত

আন্তোনিও রুডিগার, আন্দ্রিয়াস ক্রিশ্চেনসেন ও টিমো ভেরনারকে দলবদলে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। তবে কালিদু কুলিবালি, রাহিম স্টার্লিং, মার্ক কুকুরেলা, কার্নেই চুকুয়েমেকা এবং গ্যাব্রিয়েল স্লোনিনাকে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

অন্যদিকে, কোচ আন্তোনিও কন্তের অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ সমৃদ্ধ হয়েছে টটেনহ্যাম স্কোয়াড। দলবদলে রিচার্লিসন, ইভান পেরিসিচ, ফ্রেজার ফরস্টার, বিসোউমা, স্পেন্স এবং ক্লেমন লংলেকে দলে ভিড়িয়েছে স্পার্সরা।

আরও পড়ুন: বার্সা প্রেসিডেন্ট লাপোর্তাকে ‘ইডিয়ট’ বললেন ভ্যান ডার ভার্ট!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply