আজও কোনো কোনো পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

|

বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধ হয়নি। আজ রোববারও (১৪ আগস্ট) বিভিন্ন রুটে গণপরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

তবে, অনেক পরিবহনেই টানানো হয়েছে নতুন ভাড়ার তালিকা। এই তালিকা থেকেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, টানা কয়েকদিনের অভিযানে প্রায় বন্ধ হয়েছে ওয়েবিলের নৈরাজ্য। বাসের চালক-সহকারীরা ওয়েবিল বন্ধ হয়েছে জানালেও কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেয়ার কথা স্বীকার করেন। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। অনিয়ম পাওয়ায় কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply