গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, পুকুরে ঝাঁপ দিয়ে ১ জনের মৃত্যু

|

ছবি: প্রতীকী

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পুকুর থেকে সামসুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সদন উপজেলার লক্ষিপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সামসুল ইসলাম একই এলাকার আমির আলী মোল্লার ছেলে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত রাত দেড়টার দিকে লক্ষিপুর পশ্চিমপাড়া গ্রামের আক্কাস আলীর পুকুর পাড়ে জুয়া খেলা হচ্ছে; এমন এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামসুল ইসলাম দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু সে আর পুকুর থেকে ওঠেনি।

পরে এলাকাবাসী জাল নামিয়েও সামসুলের কোনো খোঁজ পেতে ব্যর্থ হয়। রোববার সকালে এলাকাবাসী ওই পুকুরে সামসুলের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয়।

আরও পড়ুন: ‘প্রতিবেশীর মেয়ের বিয়েতে ধার দেয়া’ টাকা ফেরত চাওয়ায় মারধরের শিকার মা-মেয়ে

খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply