ট্রাম্প একজন চিন্তাশীল ও মনোযোগী শ্রোতা: পুতিন

|

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন চিন্তাশীল ব্যক্তি। তিনি অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক গঠনমূলক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।-খবর আরটির।

শুক্রবার রাতে তিনি বলেন, আলাপের সময় ট্রাম্প অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের যু্ক্তিযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শুক্রবার সকালে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেইবকভ বলেন, ট্রাম্প ও পুতিনের বৈঠকের জন্য তারা প্রাথমিক কাজ সারছেন।

কিন্তু কখন, কোথায় বৈঠকটি হবে-তা এখনো পরিষ্কার না। রুশ কর্মকর্তারা বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া সহজতর করতে এ রকম একটি বৈঠক খুব বেশি দরকার।

যুক্তরাষ্ট্রের দিক থেকেও সমস্যার মাত্রা উপলব্ধি করা হয়েছে। সমস্যাগুলো স্তূপাকারে জড়ো হয়ে আছে। কাজেই এ সমস্যা নিরসন করতে হবে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়েছে। ওয়াশিংটন ও মস্কো নিয়মিতভাবে পরস্পরের বিরুদ্ধে কথার লড়াই চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply