পেরুর মাচু পিচ্চুকে ঘিরে উত্তেজনা, টিকেট বিক্রি বন্ধ করায় বিক্ষোভ

|

পেরুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাচু-পিচ্চুর টিকেট বিক্রি বন্ধ করায় ক্ষোভ ছড়িয়েছে দেশটির বাসিন্দাদের ভেতর। দুর্গটিতে প্রবেশের সুযোগ না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অসংখ্য স্থানীয় এবং বিদেশি পর্যটক। খবর এএফপির।

টিকেট কিনেও অনেকে প্রবেশ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে বাইরে থেকে যাওয়া পর্যটকরা। এ নিয়ে বিক্ষোভ করেছেন তারা। প্রচীন নিদর্শনটিতে দৈনিক পর্যটকের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া টিকেটের অর্থ ফেরত চেয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গত মাসেও টিকেট নিয়ে এমন সংকট তৈরি হয় পর্যটন কেন্দ্রটিকে ঘিরে। পেরুর সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য ১৫ শতকের ঐতিহাসিক নিদর্শন মাচু পিচ্চু। ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় এটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply