স্বাধীনতা দিবসের আগে কাশ্মিরে গ্রেনেড হামলা, আহত সিআরপিএফ সদস্য

|

ছবি: সংগৃহীত।

আজ রোববার (১৪ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। ভারত ভাগের ৭৫তম দিবস আজ। তবে স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ শনিবার কাশ্মিরের শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সিআরপিএফ সদস্য এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটা এ ঘটনার পরই এলাকাটিতে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।

বিষয়টি নিশ্চিত করেছে শ্রীনগর পুলিশ। শনিবার শ্রীনগর পুলিশের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়, আলিজান রোডের ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। এতে গ্রেনেডের স্প্লিন্টার শরীরে লেগে সিআরপিএফ সদস্য আহত হয়েছেন। হামলাকারী জঙ্গিদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে।

এর দুদিন আগে রাজৌরিতে স্থানীয় সময় ভোরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে চারজন সেনা সদস্যের মৃত্যু হয়। এই ঘটনার পরই স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কাশ্মিরে হামলার ঘটনা ঘটলো। তবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপত্যকা জুড়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply