যুক্তরাষ্ট্রের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার

|

যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে তাহলে মস্কো ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি নষ্ট করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ রুশ সংবাদ সংস্থা তাসকে এমন কথা বলেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

আলেকজান্ডার দারচিভ বলেন, মার্কিনিদের যেসব কর্মকাণ্ড আমাদের বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট নয়, তার ক্ষতিকর পরিণতি সম্পর্কে আমরা তাদের সতর্ক করেছি। এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে।

এই কূটনীতিক তাসকে বলেছেন, রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র সেখানে স্পেশাল মিলিটারি অপারেশনের নামে সেনা পাঠিয়েছে। এছাড়া বিভিন্নরকম নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার সাথে অসহযোগিতামূলক আচরণ করেছে পশ্চিমারা।

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply