প্রতিদিন চোরাচালান হয়ে দেশে আসছে ২০০ কোটি টাকার স্বর্ণ: বাজুস

|

প্রতিদিন দেশে চোরাচালান হয়ে আসছে, কমপক্ষে ২০০ কোটি টাকার স্বর্ণের বার ও অলঙ্কার। শনিবার (১৩ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুসের চোরাচালান প্রতিরোধ কমিটির চেয়ারম্যান এনামুল হক খান দোলন। তিনি বলেন, বছরে চোরাইপথে আসা স্বর্ণের দায় মেটাতে পাচার হয় প্রায় ৭৩ হাজার কোটি টাকা।

ডলার সংকটের এই সময়ে এই বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান বাজুস নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দাররা স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছে। পোদ্দার সিন্ডিকেটের কাছে জিম্মি স্বর্ণের পাইকারি বাজার। এক্ষেত্রে চোরাকারবারিদের চিহ্নিত করতে বাজুসকে সম্পৃক্ত করে মনিটরিং সেল গঠনের দাবি জানানো হয়।

বাজুস নেতারা বলেন, চোরাকারবারিদের দমনে আইন সংশোধন করা প্রয়োজন। ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণের বার ও অলঙ্কার আনার সুবিধার অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্যে এনবিআরের প্রতেও আহ্বান জানান তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply