পাহাড় ও সমতলের খাবার নিয়ে ঢাকায় বসেছে ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’

|

পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর খাবার নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো বসেছে ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’।

মিরপুরে অনুষ্ঠিত এই ফুড ফেস্টিভ্যালে রয়েছে বাঁশের চোঙায় রান্না করা মুরগির মাংসসহ বাহারি সব খাবার ও কৃষিপণ্য। ১৫টির বেশি স্টলে পাওয়া যাচ্ছে ঐহিত্যবাহী পিঠা, বিভিন্ন খাবারের পদ, অর্গানিক ফল ও শাক সবজি। রয়েছে শুঁটকির পসরাও।

এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন আদিবাসী বিষয়ক জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যম আইপিনিউজ’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply