ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধি

|

ছবি: সংগৃহীত।

আবারও করোনা আক্রান্ত হলেন ভারতের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। বিষয়টি নিশ্চিত করেছেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এনিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন নেত্রী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শনিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন জয়রাম রমেশ। সেখানে তিনি লেখেন, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি আজ করোনা পজেটিভ হয়েছেন। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি এখন আইসোলেশনে থাকবেন।

এর আগে গত জুন মাসে প্রথম করোনা ধরা পড়ে সোনিয়া গান্ধির শরীরে। সে সময় কোভিড সংক্রমণের জেরে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছিল বলে জানিয়েছিলেন জয়রাম রমেশ।

পরে সুস্থ হলে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধির জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। এরই মধ্যে বেশ কয়েক দফা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখী হয়েছেন নেত্রী। তবে আবারও করোনা শনাক্ত হওয়ায় ইডির জেরা আপাতত স্থগিত থাকবে।

এজজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply