দেশে করোনার বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ৪ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

দেশে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মৃত্যুর হার নেমে এসেছে শূন্যে, আক্রান্তের হারও ৪ ভাগের নিচে। তবে এখনো অনেকে টিকার প্রথম ডোজই নেননি। শনিবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নবজাতকদের বিশেষায়িত সেবায় স্ক্যানো ইউনিট উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ টিকা নেয়নি ৯০ লাখ মানুষ। এছাড়া বুস্টার ডোজ নিয়েছে মাত্র ৪ কোটি মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নেননি তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। অল্প সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শেষ হবে। এরপর আর বুস্টার ডোজ নেয়া সম্ভব হবে না। এখনও কোভিডে দুই-একজন মারা যাচ্ছেন, তারা ভ্যাকসিন নেননি।

দেশে প্রতিবছর হাজারে ৩২ জন নবজাতক মৃত্যুবরণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অথবা এসডিজি অর্জন করতে হলে এই হার ১২তে নামিয়ে আনতে হবে। শিশু মৃত্যু কমিয়ে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply