মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই পাঞ্জাবের হলে বন্ধ ‘লাল সিং চাড্ডা’

|

ছবি: সংগৃহীত।

অনেক জল্পনা ও বিতর্ক ঠেলে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১১ আগস্ট)। তবে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে আবারও বিতর্ক শুরু হলো ছবিটিকে ঘিরে। এর জেরে পঞ্জাবের জালন্ধর শহরের একটি হলে বন্ধ করে দেয়া হয়েছে ছবিটির প্রদর্শনী।

ভারতের বিনোদনমূলক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামায় এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানায়। তাদের দাবি ছিল, আমিরের এই নতুন ছবি তাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

অবশ্য এ সময় ছবিটিকে সমর্থন জানায় শিখ ধর্মাবলম্বীদের অন্য একটি দল। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন হলের সামনে। তাদের দাবি, এই ছবিটি একজন শিখ ধর্মাবলম্বীর জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সুতরাং হিন্দু সংগঠনগুলোর ছবির প্রদর্শন বন্ধ করার কোনো অধিকার নেই।

পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে পুলিশের হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় উভয় পক্ষ। তবে এনিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি আমির খান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply