রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আলোচনার প্রস্তাব মিয়ানমারের

|

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। দেশটির নিরাপত্তা উপদেষ্টা থাউং তুনের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকের পর এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

জাতিসংঘের একটি সূত্র জানায়, মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা প্রস্তাবের ভিত্তিতে সমস্যা সমাধানের তাগাদা দেয় বাংলাদেশ। বৈঠকে থাউং তুন জানান, ঢাকার সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে বসতে চায় তার দেশ। অবশ্য এটিকে আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল হিসেবেই দেখছে বাংলাদেশের প্রতিনিধি দল। কারণ গেলো বছরও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিলেন মিয়ানমারের কূটনীতিক কিউ তিন, কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা ছিলো না তার।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply