ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পাচ্ছেন এম মিরাজ হোসেন

|

ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ কতৃক আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি উৎসব-২০২২’-এ ইন্দিরা গান্ধী স্বর্ণপদক গ্রহণের নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি লেখক, ব্যবসায়ী ও উদ্যোক্তা এম মিরাজ হোসেন।

আগামী ১৬ই সেপ্টেম্বর কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হবে পদক। সাহিত্যকর্ম ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ মিরাজকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়। এ অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গবেষক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এম মিরাজ হোসেনের লেখা দুটি বই, হাওয়ায় ভেসে হাজার মেইলআপন নামা প্রকাশিত হয়েছে। আপন নামা বইটি একুশে বইমেলা ২০২২-এর অন্যতম সেরা বিক্রিত বই। এছাড়া তার সম্পাদনায় গল্পের শহরেপ্রাণের কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যাখ্যাতীত নামের একটি রহস্যকাহিনি লিখছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply