এবার সিঙ্গাপুর ছাড়তে হলো গোতাবায়াকে

|

গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ড গেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার (১১ আগস্ট) ভিসার মেয়াদ শেষ হওয়ায় সিঙ্গাপুর থেকে থ্যাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে, এ বিষয়ে মুখ খোলেনি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, থাই সরকারও মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে, অর্থনৈতিক সঙ্কট নিয়ে তোপের মুখে পড়ে গত ৯ জুলাই বাসভবন ছাড়েন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর দেশেই কয়েকদিন আত্মগোপনে থাকার পর মালদ্বীপ হয়ে ১৪ জুলাই সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে বসেই ই-মেইলে দেন পদত্যাগপত্র।

আরও পড়ুন: রুশ অধিকৃত ক্রাইমিয়ায় ভয়াবহ বিস্ফোরণের পর জেলেনস্কি বলেছেন, ‘এখানেই শেষ হবে যুদ্ধ’

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট পার করছে শ্রীলঙ্কা। গত এপ্রিলের মাঝামাঝি সময় শ্রীলঙ্কার সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করেছেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply