ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন কনস্টেবল ইয়ামিন, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দেহ

|

ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় ট্রেনে কাটা পরে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। নিহত কনস্টেবল ইয়ামিন আহমেদ (২৫) সবশেষ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, মিরপুরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর কুড়িলে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটছিলেন কনস্টেবল ইয়ামিন। এসময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ইয়ামিনের ওপর দিয়ে চলে যায়। এতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কুড়িলের ওই অংশে প্রায়ই ট্রেনে কাটা পরে মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সেখানে রেললাইনের বাঁক থাকায় শেষ মুহূর্তেও ট্রেন দেখা যায় না বলে দুর্ঘটনা বেশি হয়। ওই অংশে রেললাইন পারাপারের সময় পথচারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply