দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় মামলা, আটক ৩

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহতের ঘটনায় উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।

বুধবার (১০ আগস্ট) দিবাগত রাতে ৫ জনকে এজাহার নামীয় আসামি, ৩ জন সন্ধিগ্ধ ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি লিপিবদ্ধ করা হয়। রাতেই ৮ এপিবিএন অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। এই তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাকি আসামিদের গ্রেফতারে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাবমাঝি সৈয়দ হোসেনের (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

গত ৯ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে বন্দুকধারীরা মুখে গামছা বেঁধে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে আবু তালেব এবং সাব-মাঝি সৈয়দ হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাদের মৃত্যু হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply