এশিয়া কাপের বাছাইপর্ব শুরু ২০ আগস্ট

|

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২২। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের আসর। ছয় জাতির এ টুর্নামেন্টে এরইমধ্যে পাঁচ দল চূড়ান্ত হয়েছে, অপেক্ষা এখন ৬ষ্ঠ দলের। ওমানের মাস্কটে বাছাইপর্ব শুরু হবে চলতি মাসের ২০ তারিখ।

এশিয়ার পশ্চিম ও পূর্বাঞ্চল থেকে প্রাথমিক বাছাইপর্ব পেরিয়ে মূল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে চারটি দল। এখন বাছাই পর্বের রাউন্ড রবিন লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২০ আগস্ট হংকং ও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে শুরু হবে বাছাইপর্ব। আর ২৪ আগস্ট লিগ পর্বের শেষ ম্যাচে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং ও আরব আমিরাত।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে যোগ দেবে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply