সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের হিসাব চেয়েছে বিটিআরসি

|

ফাইল ছবি

দেশি প্রতিষ্ঠানগুলো গত এক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পরিমাণ বিজ্ঞাপন প্রচার করেছে, তা জানতে চেয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আছে, ফেসবুক, ইউটিউব, ইমো, গুগল, ইয়াহু, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন ইত্যাদি।

বুধবার (১০ আগস্ট) পাঠানো এক চিঠিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের কাছে এ তথ্য জানতে চায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

চিঠিতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রচারিত বিজ্ঞাপনের তথ্য দিতে বলা হয়েছে। দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি, টি-ভ্যাস অপারেটর, অ্যামটব সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞাপন প্রচারের মাধ্যম, বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধের মাধ্যমের বিবরণ আগামী দশ কর্মদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতেও বলা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply