লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি ও উৎপাদন করলে ১০ বছরের জেল

|

ওষুধ আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি ও উৎপাদন করলে কঠোর সাজার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রস্তাবিত আইনে লাইসেন্স ছাড়া ওষধ আমদানি ও উৎপাদন করলে ১০ বছরের সাজা এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলেও একই সাজা ভোগ করতে হবে। ওষুধের দাম, প্রেসক্রিপশনে বেশি ওষুধ লেখা এসব বিষয় আইনে নেই। নীতিমালায় সেটাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply